রাজ্যসভার সাংসদ পদ যাওয়ার পর নাম না করে নীতীশকে নিশানা শরদের
সাংসদ পদ যাওয়ার পরই নাম না করে নীতীশকে আক্রমণ শানালেন শরদ যাদব।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভার সাংসদ পদ যাওয়ার পরই নাম না করে নীতীশ কুমারকে আক্রমণ শানালেন শরদ যাদব। তাঁর বক্তব্য, নীতীশের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করার জন্য তাঁকে সরানো হল। তবে গণতন্ত্রকে বাঁচাতে তাঁর লড়াই চলবে।
টুইটারে নাম না করে নীতীশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শরদ যাদব। তিনি লিখেছেন,''রাজ্যসভার মহাজোটের সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে। এনডিএ-কে হারাতে মহাজোট গঠন করা হয়েছিল। তার ১৮ মাস পরে ক্ষমতায় থাকতে মহাজোট ভেঙে এনডিএ-তে ফিরে গেল। সরকার চালানোর এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি। এটাই আমার দোষ হলে গণতন্ত্র বাঁচানোর লড়াই জারি থাকবে।''
I am disqualified from Rajya Sabha as Mahagathbandan which was formed to defeat NDA in Bihar & after 18 months to break it & joining NDA to remain in power & if to speak against this undemocratic style is my fault I will continue to fight to save democracy.
— SHARAD YADAV (@SharadYadavMP) December 5, 2017
আরও পড়ুন- অযোধ্যায় রামমূর্তির রক্ষণাবেক্ষণ করেন সংখ্যালঘুরাই
সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে শরদ যাদব ও আলি আনওয়ারকে অযোগ্য বলে ঘোষণা করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এনিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়, ''২ সেপ্টেম্বর আবেদন করা হয়েছিল। রায় বেরোল ৪ ডিসেম্বর। এত তাড়াতাড়ি ফয়সলা তো মাথা ঘুরিয়ে দিল। লোকসভায় একই ধরণের মামলা ১ বছর ধরে পড়ে রয়েছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।''