অন্তিম যাত্রায় ‘দিল্লির রূপকার’, তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা মোদী, আডবাণী, সনিয়ার

জানা যাচ্ছে, যমুনা নদীর নিগমবোধ ঘাটে শীলা দীক্ষিতে শেষকৃত্য হবে। ওখানে রওনা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইটে তাঁর শোকবার্তায় জানান, শীলা দীক্ষিতে মৃত্যুতে মর্মাহত

Updated By: Jul 21, 2019, 03:21 PM IST
অন্তিম যাত্রায় ‘দিল্লির রূপকার’, তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা মোদী, আডবাণী, সনিয়ার
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: “জব তক সুরজ চাঁদ রহে গা, শীলা জি কা নাম রহে গা...” এই স্লোগানে মুখর রবিবারের রাজধানী। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিজ়ামউদ্দিন বাসভবন থেকে নিয়ে যাওয়া হয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে। এখানেই শেষ শ্রদ্ধা জানান কংগ্রেসের চেয়ারপার্সন সনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।  

জানা যাচ্ছে, যমুনা নদীর নিগমবোধ ঘাটে শীলা দীক্ষিতে শেষকৃত্য হবে। ওখানে রওনা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইটে তাঁর শোকবার্তায় জানান, শীলা দীক্ষিতে মৃত্যুতে মর্মাহত। গত মাসে তাঁর সঙ্গে দেখা হয়। তাঁর স্বাস্থ্যের খবর নিই। কিন্তু এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন, ভাবতেও পারছি না। তাঁকে আধুনিক দিল্লির ‘রূপকার’ বলছেন কংগ্রেস-বিজেপি সব নেতারাই। গতকাল প্রধানমন্ত্রী টুইটে জানান, দিল্লির উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

আরও পড়ুন- বাড়িতে চলে শুধু আলো-পাখা, হতদরিদ্র পরিবারে এক মাসের বিদ্যুত্ বিল ১২৮ কোটি টাকা!

কয়েক দিন আগে এক সাক্ষাত্কারে তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বলেছিলেন, ‘দিল্লিকে কংক্রিটের শহর হিসাবে দেখতে চাই না। সামাজিক উন্নয়ন প্রয়োজন।’ দিল্লিকে ‘হেরিটেজ সিটি’ বানানোর স্বপ্ন দেখেছিলেন শীলা দীক্ষিত। আজ শীলা দীক্ষিতের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ।      

.