গ্রামের রাস্তাঘাট উন্নয়নে কৃতিত্ব মোদীর, মুখ ফসকে নরেন্দ্র-বিভ্রাট সিদ্দারামাইয়ার

ভোটপ্রচারে বিভ্রাট সিদ্দারামাইয়ার। মোদীস্তুতি করে অস্বস্তিতে অস্বস্তিতে কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী। 

Updated By: May 8, 2018, 06:37 PM IST
গ্রামের রাস্তাঘাট উন্নয়নে কৃতিত্ব মোদীর, মুখ ফসকে নরেন্দ্র-বিভ্রাট সিদ্দারামাইয়ার

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে মুখ ফসকে নরেন্দ্র মোদীর স্তুতি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বলেন, ''মোদী ও তাঁর জন্যই গ্রামের উন্নয়ন হয়েছে।'' এদিনই আবার রাহুল গান্ধী সরাসরি বলেছেন, ''২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।''  

জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটকে একটি জনসভায় সিদ্দারামাইয়া বলেন,'' আমাদের সরকার ও নরেন্দ্র মোদীর জন্যই গ্রামে রাস্তা, পানীয় জল, গৃহনির্মাণ সম্ভব হয়েছে।'' সিদ্দারামাইয়াকে তত্ক্ষণাত্ শুধরে দেন কংগ্রেস নেতা নরেন্দ্র স্বামী। নাম-বিভ্রাট সামলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন,''দুঃখিত, ভুল নরেন্দ্র মোদী বলে ফেলেছি।'' 

অস্বস্তিতে পড়ে হেসে পড়েন সিদ্দারামাইয়া ও অন্য নেতারা। সিদ্দা বলেন, ''এখানে গুরুত্বপূর্ণ শব্দ নরেন্দ্র মোদী। স্বামী এখানকার, মোদী গুজরাটের। নরেন্দ্র মোদী কল্পকাহিনী, কিন্তু নরেন্দ্র স্বামী ঘোর বাস্তব।''

গত মার্চে অমিত শাহ ভুল করে বলে ফেলেছিলেন, ''দুর্নীতিগ্রস্ত সরকার চালিয়েছেন ইয়েদুরাপ্পা।'' তার আগে আবার শাহের হিন্দি ভাষণ কন্নড়ে অনুবাদ করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছিলেন বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী। বলেছিলেন, ''গরিব ও দলিতদের জন্য কিছুই করেননি নরেন্দ্র মোদী।''    

আরও পড়ুন- ''হ্যাঁ, কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হব আমি'', বললেন রাহুল

.