পদ্মশ্রী নিতে অপারগ, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই সন্ন্যাসী

সিদ্ধেশ্বর স্বামী তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন সন্ন্যাসী। কোনও খেতাব আমার প্রয়োজন নেই

Updated By: Jan 28, 2018, 04:18 PM IST
পদ্মশ্রী নিতে অপারগ, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই সন্ন্যাসী

নিজস্ব প্রতিবেদন: আশারাম বাপু কিংবা গুরমিত রাম রহিম সিং ‌যদি আধ্যাত্মিক গুরুদের প্রতি আমাদের আস্থা নাড়িয়ে দেয় তাহলে জানুন এই সন্ন্যাসীর কথা। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সরকারের দেওয়া সম্মান ফেরালেন কর্ণাটকের সাধক সিদ্ধেশ্বর স্বামী।

এ বছর পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ছিলেন কর্ণাটকের বিজাপুরের সাধক সিদ্ধেশ্বর স্বামী। কিন্তু সেই সম্মান গ্রহণে তিনি অপারগ। একথা জানিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। সাধক হওয়ায় তাঁর কোনও পুরস্কারের কোনও প্রয়োজন নেই বলে তিনি লিখেছেন।

আরও পড়ুন-মুম্বইতে জলে ডুবে মৃত্যু বাঙালি ক্যান্সার গবেষকের

সিদ্ধেশ্বর স্বামী তাঁর চিঠিতে লিখেছেন, ‘আমাকে পদ্মশ্রী দেওয়ার জন্য সরকারের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু খেতাবের প্রতি সম্মান জানিয়েই বলছি, ওই সম্মান গ্রহণ করতে আমি অপারগ। আমি একজন সন্ন্যাসী। কোনও খেতাব আমার প্রয়োজন নেই।’

উল্লেখ্য, এর অগেও অনেকে পদ্ম সম্মান ফিরিয়েছেন। ২০১৫ সালে লেখক সেলিম খান তাঁকে দেওয়া পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেন। তাঁর ‌যুক্তি ছিল, ওই সম্মন জানাতে দেরি করে ফেলেছে সরকার‍। তাঁর আগে অনেকেই ওই পুরস্কার পেয়ে গিয়েছেন।

.