মুখ ফসকে বলে ফেলেছেন তাপস, তৃণমূল সাংসদের পাশে এবার রাষ্ট্রপতি পুত্র

দলের পর এবার রাষ্ট্রপতি পুত্র অভিজিত্‍ মুখার্জি দাঁড়ালেন তাপস পালের পাশে। তৃণমূল সাংসদের কদর্য মন্তব্যে তাঁর বক্তব্য মুখ ফসকে অনেক কিছু বলে ফেলে মানুষ। ক্ষমা চাওয়ার পরই বিষয়টি ভুলে যাওয়া উচিত্‍।

Updated By: Jul 3, 2014, 06:18 PM IST

দলের পর এবার রাষ্ট্রপতি পুত্র অভিজিত্‍ মুখার্জি দাঁড়ালেন তাপস পালের পাশে। তৃণমূল সাংসদের কদর্য মন্তব্যে তাঁর বক্তব্য মুখ ফসকে অনেক কিছু বলে ফেলে মানুষ। ক্ষমা চাওয়ার পরই বিষয়টি ভুলে যাওয়া উচিত্‍।

এ দিন অভিজিত্‍ মুখার্জি বলেন, দলের নির্দেশ মেনে তাপস নিঃশর্ত ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। আমার মনে হয় উনি যখন ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তাঁর দলও তাঁকে ক্ষমা করে দিয়েছে তখন আর জল ঘোলা করা উচিত্‍ নয়। অনেকসময় মুখ ফসকে অনেক কিছু বলে ফেলি আমরা। আমাদেরই সকলেরই এই ভুল হয়েছে আগে। আশা করছি এরপর থেকে আর এরকম কিছু হবে না।

লোকসভায় তাপস পালের সাংসদ পদ বাতিলের দাবিতে স্পিকারের কাছে মেমোরান্ডাম দিতে চলেছেন বামেরা। সেই বিষয়ে প্রণব পুত্র বলেন, এভাবে সাংসদ পদ বাতিল করা গেলে এতদিনে অনেক সাংসদ চাকরি খোয়াতেন। দিন্নি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ নিয়ে অভিজিত্‍ মুখার্জির মন্তব্যেও বিতর্কের ঝড় উঠেছিল।

.