মূক-বধির কিশোরীকে শ্লীলতাহানি স্কুলের প্রিন্সিপালের

মুম্বইয়ে মূক-বধির এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল তারই স্কুলের প্রিন্সিপাল ও এক শিক্ষকের বিরুদ্ধে। সূত্রে খবর, বুধবার দাদার পুলিস স্কুল চত্বরেই নাবালিকা ওই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলের প্রিন্সিপাল, ও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিস। দুই অভিযুক্ত আগামী ৭ জুলাই অবধি পুলিস হেফাজতে থাকছে।

নিগৃহীতা ১৩ বছরের ওই কিশোরী অভিযোগ করেছে বেশ কয়েকবার সে স্কুলের মধ্যেই শ্লীলতাহানির শিকার হয়েছে। প্রিন্সিপাল তাকে নিজের কেবিনে ডেকে এনে অশ্লীল ছবি দেখাত বলেও অভিযোগ করেছে মেয়েটি। মে মাসে মেয়েটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়। গত মঙ্গলবার তার বাবা-মা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত চালাচ্ছে। অনান্য ছাত্র-ছাত্রীরাও অভিযুক্তদের অত্যাচারের শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

English Title: 
hearing-impaired girl molested by principal
Home Title: 

মূক-বধির কিশোরীকে শ্লীলতাহানি স্কুলের প্রিন্সিপালের

No
23467
Is Blog?: 
No
Section: