ফের ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনে দুর্ঘটনা, এবার বিস্ফোরণ সিন্ধুরত্নে
সিন্ধুরক্ষকের পর এবার সিন্ধুরত্ন। ফের ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনে দুর্ঘটনা। মুম্বই উপকূলে আইএনএস সিন্ধুরত্ন নামের সাবমেরিনটিতে ছোটখাট বিস্ফোরণ হয় বলে খবর। তারপরেই সাবমেরিনটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুম্বই উপকূলের ৪০-৫০ কিলোমিটার দূরে ভেসে ওঠে ডুবোজাহাজটি।
সিন্ধুরক্ষকের পর এবার সিন্ধুরত্ন। ফের ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনে দুর্ঘটনা। মুম্বই উপকূলে আইএনএস সিন্ধুরত্ন নামের সাবমেরিনটিতে ছোটখাট বিস্ফোরণ হয় বলে খবর। তারপরেই সাবমেরিনটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুম্বই উপকূলের ৪০-৫০ কিলোমিটার দূরে ভেসে ওঠে ডুবোজাহাজটি।
ধোঁয়ায় জ্ঞান হারান পাঁচজন নাবিক। তাঁদের হেলিকপ্টারে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আইএনএস সিন্ধুরত্নে কোনও অস্ত্রশস্ত্র ছিল না। মেরামতির পর ডুবোজাহাজটিকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। গত বছর অগাস্টেই মুম্বই বন্দরে বিস্ফোরণের ফলে ডুবে যায় নৌবাহিনীর ডুবোজাহাজ সিন্ধু রক্ষক। মারা যান ১৮ জন নাবিক।