সরকারি স্কুলের মিড ডে মিলের খিচুড়িতে আস্ত সাপ
স্থানীয় একটি সংস্থাকে মিড ডে মিল তৈরির বরাত দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: সরকারি স্কুলের মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আস্ত সাপ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেড় জেলায়।
বুধবার নান্দেড় জেলার গর্গভান জেলা পরিষদ প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৮০ পড়ুয়াকে দেওয়া হয়েছিল খিচুড়ি। খাবার পরিবেশন করেছিলেন স্কুলের কর্মীরা। তাঁরাই দেখতে পান খিচুড়ির মধ্যে রয়েছে একটি সাপ।
তত্ক্ষণাত্ খিচুড়ি পরিবেশ বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়াদেরও খেতে বারণ করে স্কুল কর্তৃপক্ষ। নান্দেড় জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত দিগ্রাস্কর বলেন, ''মিড ডে মিলে একটি সরীসৃপের পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে গিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেবে শিক্ষা দফতরের একটি দল। ওই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করা হবে''।
আরও পড়ুন- স্বাধীনতার পর যখন প্রধানমন্ত্রী নিজেই বাজেট করেছেন!
স্থানীয় একটি সংস্থাকে মিড ডে মিল তৈরির বরাত দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য ১৯৯৬ সাল থেকে শুরু হয়েছে স্কুলে খিচুড়ি খাওয়ানোর প্রকল্প। এতে যেমন স্কুলের সংখ্যা কমেছে, তেমনই ছোট ছোট পড়ুয়াদের শরীর গঠনেও সাহায্য করেছে। মিড ডে মিলের জন্য প্রতিদিন লাভবান হচ্ছেন ১.২৫ কোটি ছাত্রছাত্রী।