শ্রীনগরে তুষারপাত, কার্গিলের তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি!
শ্রীনগরে মেঘ না চাইতেই জল এমনটা বলা যাবে না মোটেও। মেঘ চাওয়া হচ্ছিলোই। এবার জলটাও পাওয়া গেল, চাহিদা মেনেই। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষ্মী থাকল, জম্মু-কাশ্মীরের রাজধানী। এদিন সকাল থেকেই শহরজুড়ে তুষার পাত শুরু হয়। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন যায়গায় কমবেশি তুষার পাত হয়েছে। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী এদিন শ্রীনগরে তুষার পাতের পরিমাণ ২.৮ মিমি। আর ভূস্বর্গে এখন তাপমাত্রা কখনও কখনও নিচে নামছে হিমাঙ্কেরও। শ্রীনগরের নিকটবর্তী গুলমার্গ এবং প্যাহেলগাঁওতেও তুষারপাত হয়েছে রাত থেকেই। এদিকে পাক জঙ্গিদের সঙ্গে গোলাগুলির লড়াই যতই উষ্ণতা বাড়াক, কার্গিলের তাপমাত্রা এখন কাশ্মীরের মধ্যে সবথেকে কম। সেখানে তাপমাত্রা রয়েছে মাইনাস ৯ ডিগ্রি।
ওয়েব ডেস্ক: শ্রীনগরে মেঘ না চাইতেই জল এমনটা বলা যাবে না মোটেও। মেঘ চাওয়া হচ্ছিলোই। এবার জলটাও পাওয়া গেল, চাহিদা মেনেই। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষ্মী থাকল, জম্মু-কাশ্মীরের রাজধানী। এদিন সকাল থেকেই শহরজুড়ে তুষার পাত শুরু হয়। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন যায়গায় কমবেশি তুষার পাত হয়েছে। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী এদিন শ্রীনগরে তুষার পাতের পরিমাণ ২.৮ মিমি। আর ভূস্বর্গে এখন তাপমাত্রা কখনও কখনও নিচে নামছে হিমাঙ্কেরও। শ্রীনগরের নিকটবর্তী গুলমার্গ এবং প্যাহেলগাঁওতেও তুষারপাত হয়েছে রাত থেকেই। এদিকে পাক জঙ্গিদের সঙ্গে গোলাগুলির লড়াই যতই উষ্ণতা বাড়াক, কার্গিলের তাপমাত্রা এখন কাশ্মীরের মধ্যে সবথেকে কম। সেখানে তাপমাত্রা রয়েছে মাইনাস ৯ ডিগ্রি।