মাওবাদীদের অর্থসাহায্য কর্পোরেট সংস্থার?

মাওবাদীদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে সোনি সোড়িকে গ্রেফতারের জেরে প্রকাশ্যে চলে এল মাওবাদীদের সঙ্গে কর্পোরেট সংস্থার যোগাযোগের বিষয়টি।

Updated By: Oct 6, 2011, 03:36 PM IST

মাওবাদীদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে সোনি সোড়িকে গ্রেফতারের জেরে প্রকাশ্যে চলে এল মাওবাদীদের সঙ্গে কর্পোরেট সংস্থার যোগাযোগের বিষয়টি। গত মঙ্গলবারই দিল্লি থেকে গ্রেফতার করা হয় ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলার স্কুল শিক্ষিকা সোনি সোডিকে। গত ৮ সেপ্টেম্বর থেকে ফেরার ছিলেন তিনি। ওইদিনই দান্তেওয়াড়ার পালনার থেকে গ্রেফতার করা হয় সাংবাদিকতার ছাত্র লিঙ্গারাম কুড়ুপিকে। অভিযোগ, লিঙ্গারাম এবং সোনি সোডি মাওবাদীদের সাহায্য করার জন্য স্থানীয় বি কে লালার কাছ থেকে টাকা নিচ্ছিলেন। এদিকে, মাওবাদীদের অর্থসাহায্য করা নিয়ে ইতিমধ্যেই একটি কর্পোরেট সংস্থার আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।

.