এক রাতেই পৌঁছে যাবেন গন্তব্যে, নতুন হাইস্পিড ট্রেন চালানোর ভাবনা রেলের
নতুন এই লাইনের অনেকটাই হবে এলিভেটেড। এতে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এড়ানো যাবে
নিজস্ব প্রতিবেদন: রাতে ট্রেন দৌড়বে ঘণ্টায় ২০০-২৫০ কিলোমিটার বেগে। এমনই চিন্তভাবনা করছে রেল। এর জন্য চিহ্নিত করা হচ্ছে ১০ হাজার কিলোমিটার হাই স্পিড করিডোর।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, দেশে ১০ হাজার কিলোমিটার পথে চলবে ওই ট্রেন। আগামী এপ্রিল মাসেই হয়তো সেই ঘোষণা করতে পারেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। কেন্দ্রের পরিকল্পনা আনুযায়ী রাতের মধ্যে ওইসব ট্রেন পৌঁছে যাবে গন্তব্যে।
আরও পড়ুন-থেঁতলে গিয়েছে মাথার এক পাশ, জঙ্গলে উদ্ধার মহিলার নগ্ন দেহ
রেল বোর্ড সূত্রে খবর, নতুন এই লাইনের অনেকটাই হবে এলিভেটেড। এতে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এড়ানো যাবে। সেক্ষেত্রে কীভাবে খরচ কম করা যায় তা খতিয়ে দেখাতে বলা হয়েছে রেল বোর্ডকে। পাশাপাশি আপাতত কম দূরত্বে এই ধরনের হাইস্পিড ট্রেনের লাইন পাতার পরিকল্পনা করা হয়েছে।
বর্তমানে ট্রেনে মুম্বই থেকে পুনে যেতে লাগে তিন ঘণ্টা। রেলের লক্ষ্য ওই সময় কমিয়ে ১ থেকে দেড় ঘণ্টায় নামিয়ে আনা। এতে যাত্রীদের মধ্যে ট্রেন ব্যবহারের প্রবণতা বড়াবে বলে মনে করছে রেল মন্ত্রক।