৩২৪ জন ভারতীয়কে নিয়ে চিন থেকে ফিরল বিশেষ বিমান
বিমানবন্দরেই যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করবে এয়ারপোর্ট হেলথ অথরিটি ও আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস সংক্রমিত চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে আগেই পৌঁছে গিয়েছিলল ভারতীয় বিমান। শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উহানে পৌঁছয় বোয়িং ৭৪৭ বিমানটি।
আরও পড়ুন: বাজেট পেশের আগেই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, সংশয়ে লগ্নিকারীরা
শনিবার ৩২৪ জন ভারতীয়কে নিয়ে চিন থেকে দিল্লি পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। আজ বাকি ভারতীয়দের ফেরত আনতে আরও একটি বিমানের উহানে যাওয়ার কথা। দিল্লি পৌঁছনোর পরই কড়া স্বাস্থ্যপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে প্রত্যেক যাত্রীকে। বিমানবন্দরেই যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করবে এয়ারপোর্ট হেলথ অথরিটি ও আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস।
আরও পড়ুন: ভারতে করোনা ভাইরাসের প্রথম থাবা! কেরলের হাসপাতালে ভর্তি পড়ুয়া
এরপর সংক্রমণের মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হবে যাত্রীদের। সেইমতো চিকিত্সারও বন্দোবস্ত করা হবে। ১৪ দিন কড়া নজরে রাখার পর রোগের উপসর্গ না মিললে বাড়ি যাওয়ার অনুমতি পাবেন যাত্রীরা। এদিকে চিনে একলাফে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯। মারণ ভাইরাসের হদিশ মিলেছে এগারো হাজার সাতশ একানব্বই জনের শরীরে।