মাত্র ৫৯৯ টাকায় করুন বিমান যাত্রা
মাত্র ৫৯৯ টাকা। হ্যাঁ, এই টাকাতেই স্পাইস জেটে সফর করতে পারবেন আপনি। গ্রীষ্ম আসার আগে বসন্তের আমেজ আজ ফাগুনের আনন্দ উপভোগ করার মত অফার নিয়ে এল স্পাইস জেট বিমান সংস্থা। মঙ্গলবার ৩ দিনের জন্য `pre-summer sale` অফার লঞ্চ করল এই সংস্থা। নন স্টপ আঞ্চলিক বিমান পরিষেবাতেই গ্রাহক এই অফার পাবেন। আন্তর্জাতিক পরিষেবায় এই অফার কার্যকর হবে না। ফেব্রুয়ারি ২৫ তারিখ পর্যন্ত এই অফার থাকবে। এই অফারের মধ্যে যারা টিকিট বুকিং করবেন তাঁরা মার্চ ১ থেকে এপ্রিল ১৩ পর্যন্ত আঞ্চলিক ক্ষেত্রে বিমান পরিষেবা পাবেন।
ওয়েব ডেস্ক: মাত্র ৫৯৯ টাকা। হ্যাঁ, এই টাকাতেই স্পাইস জেটে সফর করতে পারবেন আপনি। গ্রীষ্ম আসার আগে বসন্তের আমেজ আজ ফাগুনের আনন্দ উপভোগ করার মত অফার নিয়ে এল স্পাইস জেট বিমান সংস্থা। মঙ্গলবার ৩ দিনের জন্য `pre-summer sale` অফার লঞ্চ করল এই সংস্থা। নন স্টপ আঞ্চলিক বিমান পরিষেবাতেই গ্রাহক এই অফার পাবেন। আন্তর্জাতিক পরিষেবায় এই অফার কার্যকর হবে না। ফেব্রুয়ারি ২৫ তারিখ পর্যন্ত এই অফার থাকবে। এই অফারের মধ্যে যারা টিকিট বুকিং করবেন তাঁরা মার্চ ১ থেকে এপ্রিল ১৩ পর্যন্ত আঞ্চলিক ক্ষেত্রে বিমান পরিষেবা পাবেন।
স্পাইস জেটের সিনিয়র আধিকারিক শিল্পা ভাটিয়া জানান, " `pre-summer sale` ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ। তাঁদের কথা মাথায় রেখেই এই অফার চালু করা হয়েছে"।
টিকিট বুকিং করুন-www.spicejet.com