স্টেজ ২! ভারতে ফের মৃত্যু ১ বৃদ্ধের, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভারতের করোনায় আরও ১ মৃত্যু। এবার মৃত্যু রাজস্থানে। ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫

Updated By: Mar 20, 2020, 12:29 PM IST
স্টেজ ২! ভারতে ফের মৃত্যু ১ বৃদ্ধের, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: ভারতে ক্রমশ জোরালকরোনার কামড়। দেশে আক্রান্ত বেড়ে ২০৬। কর্নাটক, দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব। ৪ রাজ্যে মারণ ভাইরাসের বলি  ৪।   আজ রাজস্থানে সংক্রমণ থেকে সুস্থ হয়েও হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ইতালীয় বৃদ্ধের। 

বিশ্বজুড়ে ক্রমেই চেপে বসছে করোনার ফাঁস। ১৮০ টিরও বেশি দেশে ছড়িয়েছে মারণ ভাইরাস। ভারতে এখন স্টেজ টু। এর মধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল প্রায় ২০০-র কাছাকাছি। মৃত্যু হয়েছে মোট পাঁচজনের। আজ আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ১৬ করে আক্রান্ত। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ২০জন। ৭ দিনের জন্য সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল হয়ে গিয়েছে। ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।   

করোনা মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বিকেলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন তিনি। থাকবেন মমতাও। রবিবার ১৪ ঘণ্টা জনতা কার্ফুর ডাক দিয়েছেন নমো।

.