রাজ্যগুলি চাইলে containment zone ঘোষণা করতে পারে, নয়া নির্দেশিকা কেন্দ্রের

কোভিডপরীক্ষায় জোর দিতে হবে বলে নির্দেশিকায় জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Updated By: Mar 24, 2021, 12:18 AM IST
রাজ্যগুলি চাইলে containment zone ঘোষণা করতে পারে, নয়া নির্দেশিকা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: দেশের একাধিক এলাকায় হঠাৎ করে করোনা (Covid-19) সংক্রমিত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয়স্তরে রাজ্যগুলি বাধানিষেধ আরোপ করতে পারে বলে নির্দেশিকা দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। তবে কনটেনমেন্ট জোনের বাইরে নিষেধাজ্ঞা চাপানো যাবে না। 

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে রাজ্যগুলিকে বেশি করে কোভিড পরীক্ষায় জোর দিতে হবে বলে নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারা এও জানিয়েছে,টিকাকরণ কর্মসূচিতে আরও গতি আনতে হবে। কয়েকটি রাজ্যে টিকাকরণের স্লথ গতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র। এর পাশাপাশি কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে কনটেনমেন্ট জোন ঘোষণা করতে পারে জেলা প্রশাসন। তা তুলে ধরতে হবে ওয়েবসাইটে।

এর পাশাপাশি মাস্ক বা দূরত্ব বিধি না মানলে জরিমানার বিষয়টি রাজ্যগুলি ভেবে দেখতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। তবে কনটেনমেন্ট জোনের বাইরে সমস্ত কাজকর্ম চলবে। তার মানে ট্রেন,বিমান, মেট্রো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। 

আরও পড়ুন- হু হু করে ভারতে বাড়ছে বিদেশি করোনা স্ট্রেনের দাপট, খোঁজ মিলেছে ৭৯৫ টি

.