অত্যাধুনিক 'স্টিঙ্ক বম্ব' দিয়েই এবার মোকাবিলা করা হবে কাশ্মীরের বিক্ষোভের

কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের হাতে খুব শিগগিরই আসছে অত্যাধুনিক বম্ব। বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে যার জুড়ি মেলা ভার। এই বোমা ফাটালে কোনওরকম আঘাত ছাড়াই উন্মত্ত জনতা বলবে, পালাই পালাই।

Updated By: Jul 9, 2017, 10:21 AM IST
অত্যাধুনিক 'স্টিঙ্ক বম্ব' দিয়েই এবার মোকাবিলা করা হবে কাশ্মীরের বিক্ষোভের

ওয়েব ডেস্ক : কাশ্মীরের নিরাপত্তারক্ষীদের হাতে খুব শিগগিরই আসছে অত্যাধুনিক বম্ব। বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে যার জুড়ি মেলা ভার। এই বোমা ফাটালে কোনওরকম আঘাত ছাড়াই উন্মত্ত জনতা বলবে, পালাই পালাই।

কাঁচের একটা ছোট ক্যাপসুল ফাটলেই তীব্র ধোঁয়ায় ভরে যাবে এলাকা। অসহ্য কটূ গন্ধে এলাকা ছেড়ে তত্‍ক্ষণাত্‍ চম্পট দেবে উত্তেজিত জনতা। ভারতের পারফিউম ক্যাপিটাল কনৌজের ল্যাবরেটরিতে এই 'স্টিঙ্ক বম্ব' তৈরি করেছে ফ্র্যাগরেন্স অ্যান্ড ফ্লেভার ডেভেলপমেন্ট সেন্টার।

গতবছর জুলাই থেকে কাশ্মীরে চলতে থাকা লাগাতার বিক্ষোভে ব্যবহার করা হবে এই বম্ব। যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন পেলেই কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হবে এই অস্ত্র।

আরও পড়ুন, এক বিমানের জেট ব্লাস্টে ভেঙে পড়ল অপর বিমানের জানালা, যাত্রীরা আহত

.