‘যোগ ব্যায়াম শেখানো বন্ধ করুন’, জানে মেরে দেওয়ার হুমকি তরুণীকে

Updated By: Nov 8, 2017, 04:18 PM IST
‘যোগ ব্যায়াম শেখানো বন্ধ করুন’, জানে মেরে দেওয়ার হুমকি তরুণীকে

নিজস্ব প্রতিবেদন : যোগ ব্যায়াম শেখানো বন্ধ করুন, না হলে প্রাণে মেরে ফেলা হবে। এভাবেই হুমকি দেওয়া হল রাঁচির এক মুসলিম তরুণীকে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রাণনাশের হুমকি দিয়ে রাঁচির ওই মুসলিম তরুণীর বিরুদ্ধে ফতেয়া জারি করা হয়েছে। হুমকিতে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কখনও ওই মুসলিম তরুণী কাউকে যোগ ব্যায়াম শেখান, তাহলে তার ফল ভুগতে হবে। ফতোয়া জারি করা হয়েছে স্থানীয় মৌলবিদের তরফে।
সম্প্রতি বিষয়টি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের নজরে আসে। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। এরপর মুখ্যমন্ত্রী এবং সে রাজ্যের মুখ্যসচিবের নির্দেশে ওই মুসলিম তরুণীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এরপর ওই মুসলিম তরুণীর নিরাপত্তার দায়িত্ব নেন রাঁচির এসএসপি কুলদীপ দ্বিবেদী। তরুণীকে নিরাপত্তা দিতে ২ পুলিসকর্মীকে মোতায়েন করা হয়েছে। যার মধ্যে একজন মহিলা পুলিস কর্মীও রয়েছেন।
হুমকি পাওয়ার পর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে তরুণীর পরিবার। কিন্তু, যত হুমকিই দেওয়া হোক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত যোগ ব্যায়াম শেখানো বন্ধ করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন ওই তরুণী।

 

.