পড়াশুনার পরিকাঠামো নেই, কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা তিন মেডিক্যাল পড়ুয়ার

তিন মেডিক্যাল পড়ুয়ার কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য। তামিলনাড়ুর ভিল্লুপুরমে জেলার ঘটনা। তিন পড়ুয়াই যোগানন্দ ন্যাচারোপ্যাথি অ্যান্ড রিসার্চ মেডিক্যাল কলেজের ছাত্রী। সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসাবে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছে পড়ুয়ারা।  দীর্ঘদিন ধরেই কলেজের পরিকাঠামো না থাকার অভিযোগে সরব পড়ুয়ারা। বারবার কলেজ কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি। সুইসাইড নোটে তারও উল্লেখ রয়েছে। পুলিস  ওই কলেজের চেয়ারম্যানের ছেলে সোক্কার ভার্মাকে গ্রেফতার করেছে।  কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিস।

Updated By: Jan 24, 2016, 10:01 AM IST
পড়াশুনার পরিকাঠামো নেই, কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা তিন মেডিক্যাল পড়ুয়ার

ওয়েব ডেস্ক: তিন মেডিক্যাল পড়ুয়ার কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য। তামিলনাড়ুর ভিল্লুপুরমে জেলার ঘটনা। তিন পড়ুয়াই যোগানন্দ ন্যাচারোপ্যাথি অ্যান্ড রিসার্চ মেডিক্যাল কলেজের ছাত্রী। সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসাবে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছে পড়ুয়ারা।  দীর্ঘদিন ধরেই কলেজের পরিকাঠামো না থাকার অভিযোগে সরব পড়ুয়ারা। বারবার কলেজ কর্তৃপক্ষকে বলেও কোনও লাভ হয়নি। সুইসাইড নোটে তারও উল্লেখ রয়েছে। পুলিস  ওই কলেজের চেয়ারম্যানের ছেলে সোক্কার ভার্মাকে গ্রেফতার করেছে।  কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিস।

 

.