আদালতের তত্ত্বাবধানে সুনন্দা মৃত্যু রহস্যের তদন্ত হোক, দাবি স্বামীর

সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যের সমাধান চেয়ে এবার বিশেষ তদন্তের দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমনিয়ান স্বামী। আদালতের তত্ত্বাবধানে ওই তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন স্বামী।

Updated By: May 14, 2016, 08:31 PM IST
আদালতের তত্ত্বাবধানে সুনন্দা মৃত্যু রহস্যের তদন্ত হোক, দাবি স্বামীর

ওয়েব ডেক্স : সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যের সমাধান চেয়ে এবার বিশেষ তদন্তের দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মমনিয়ান স্বামী। আদালতের তত্ত্বাবধানে ওই তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে দিল্লি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন স্বামী।

স্বামীর জানিয়েছেন, সুনন্দা পুষ্করের দেহে মেলা বিষের চরিত্র জানতে এফবিআইকে সেই নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা পরীক্ষা করে বিষের নামও ইতিমধ্যেই তারা জানিয়েছে। কিন্তু, তারপরও ভারতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে গতবছর থেকে সহযোগিতা করছে না দিল্লি পুলিশ বলে তাঁর অভিযোগ। তাই এবার তিনি আদালতের তত্ত্বাবধানে এই তদন্ত চান।
 
প্রসঙ্গত, ২০১৪-র জানুয়ারিতে দিল্লির একটি হোটেলের রুম থেকে প্রাক্তন মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়।

.