যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার সান টিভির সিওও

সান টিভির চিফ অপরেটিং অফিসার সি প্রবীণের বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ আনলেন ওই মিডিয়া সংস্থাটিরই প্রাক্তন এক কর্মচারী। প্রবীণকে শুক্রবার চেন্নাই পুলিস গ্রেফতার করেছে।

Updated By: Dec 26, 2014, 06:27 PM IST
যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার সান টিভির সিওও

চেন্নাই: সান টিভির চিফ অপরেটিং অফিসার সি প্রবীণের বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ আনলেন ওই মিডিয়া সংস্থাটিরই প্রাক্তন এক কর্মচারী। প্রবীণকে শুক্রবার চেন্নাই পুলিস গ্রেফতার করেছে।

সান টিভির বর্তমান মালিক কালানিথি মারান।

কেরালাতে বদলি করে দেওয়ার পর অভিযোগকারিণী ৫মাস আগেই সান টিভি থেকে পদত্যাগ করেছিলেন। এখনও তিনি তাঁর প্রাপ্য টাকা পাননি।

চেন্নাইয়ের ক্রাইম ব্রাঞ্চের উদপদস্থ এক অফিসার জানিয়েছেন গত দু'বছ্র ধরে এক মহিলার উপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে সান টিভির সিওও-কে।

সান নেটওয়ার্কের মালায়ালম চ্যানেলে প্রোগ্রামিং সেকশনে উচ্চপদে চাকরি করতেন ওই মহিলা।

পুলিসের কাছে প্রমাণ হিসাবে অভিযোগকারিনী তাঁর হোয়াটসঅ্যাপ, এসএমএস ও কল রেকর্ড জমা দিয়েছেন।

সান টিভির মালিক কলানিথি মারান প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানের ভাই। টুজি কেলেঙ্কারিতে এই দুই ভাইকেই জেরা করা হয়েছিল।

এই বছরের প্রথম দিকে সান টিভির এক এডিটরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক মহিলা অ্যাঙ্কর।

 

 

 

 

.