কেন্দ্রীয় বাহিনী দিয়েই ৫ দফায় পঞ্চায়েত ভোটের নির্দেশ

৪টে ৪৫: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সমরাদিত্য পাল। ৪টে ৪০: সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই শীর্ষ আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেবে সরকার।  ৪টে ৩৫: পাঁচ দফায় পঞ্চায়েত ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটের নির্ঘণ্ট: ১১ জুলাই- পুরুলিয়া, বাঁকুড়া, প: মেদিনীপুর।  ১৫ জুলাই- পূ: মেদিনীপুর, বর্ধমান, হুগলী। ১৯ জুলাই- হাওড়া ও দুই ২৪ পরগনা। ২২ জুলাই- মালদা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম। ২৫ জুলাই- দুই দিনাজপুর, কুচবিহার ও জলপাইগুড়ি। ৪টে ৩০: কেন্দ্রীয় বাহিনী ভোট করার নির্দেশ। প্রথম দুই দফায় ১৫ হাজার, দ্বিতীয় দুই দফায় ২৫ হাজার, ও শেষ দফা অর্থাৎ ২৫ তারিখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ। প্রতি দফায় ৩৫ হাজার পুলিস দেবে রাজ্য সরকার।

Updated By: Jun 28, 2013, 03:21 PM IST

৪টে ৫০: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কংগ্রেস নেতা আবদুল মান্নান।
৪টে ৪৫: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সমরাদিত্য পাল।
৪টে ৪০: সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই শীর্ষ আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেবে সরকার।  
৪টে ৩৫: পাঁচ দফায় পঞ্চায়েত ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটের নির্ঘণ্ট: ১১ জুলাই- পুরুলিয়া, বাঁকুড়া, প: মেদিনীপুর।  ১৫ জুলাই- পূ: মেদিনীপুর, বর্ধমান, হুগলী। ১৯ জুলাই- হাওড়া ও দুই ২৪ পরগনা। ২২ জুলাই- মালদা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম। ২৫ জুলাই- দুই দিনাজপুর, কুচবিহার ও জলপাইগুড়ি।
৪টে ৩০: কেন্দ্রীয় বাহিনী ভোট করার নির্দেশ। প্রথম দুই দফায় ১৫ হাজার, দ্বিতীয় দুই দফায় ২৫ হাজার, ও শেষ দফা অর্থাৎ ২৫ তারিখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ। প্রতি দফায় ৩৫ হাজার পুলিস দেবে রাজ্য সরকার।
৪টে ২৫: নতুন ভোটের দিন ঘোষণা সুপ্রিম কর্টের। ১১,১৫, ১৯, ২২, ২৫ জুলাই পঞ্চায়েত ভোট।
৪টে ১৫: শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত বিজেপির। 'সময়ে ভোট হওয়া দরকার', জানলেন শমীক ভট্টাচার্য।
৪টে ১০: ফের শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে।
৪টে: সুপ্রিম কোর্টে রায়ে ঐক্যমত্যে পৌঁছন যাবে। আশা সুর্যকান্ত মিশ্রের। "সহমতের ভিত্তিতে নির্বাচন হতে পারে।"
৩টে ৫৫: বাহিনী সমস্যা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারে সঙ্গে আলোচনা কমিশনের। চলছে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক শেষে শুনানি শুরু সুপ্রিম কোর্টে।
৩টে ৫০: উত্তরাখণ্ড, জঙ্গলমহল ও কাশ্মীরে নতুন করে সমস্যার জন্য ভোটে কেন্দ্রীয় বাহিনী দিতে অসুবিধা হতে পারে।  
৩টে ৪৫: বাহিনী প্রসঙ্গে দু'পক্ষের আলোচনা। আলোচানয় সিদ্ধান্ত না হলে, বাহিনী নিয়ে নির্দেশ দেবে সুপ্রিমকোর্ট।
৩টে ৪০: রাজ্য সরকার ও কমিশনকে আলোচনার নির্দেশ। আলচনার পর ৩টে ৫০-এ ফের শুনানি শুরু হবে।
৩টে ৩৫: রায় দিল সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত ভোট ৫ দফায়। ৬, ১১, ১৫, ১৯, ২২ তারিখ ভোট করার নির্দেশ।

.