'সরকার বিরোধী মত দেশদ্রোহ নয়', ফারুক-মামলা খারিজ করে মত Supreme Court-র

ফারুক আবদুল্লার বিরুদ্ধে মামলা খারিজ করল শীর্ষ আদালত। 

Updated By: Mar 3, 2021, 05:52 PM IST
'সরকার বিরোধী মত দেশদ্রোহ নয়', ফারুক-মামলা খারিজ করে মত Supreme Court-র

নিজস্ব প্রতিবেদন: সরকারের বিরোধী মতপ্রকাশ করলে 'দেশদ্রোহ' বলা যায় না। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা খারিজ করে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। 

মোদী সরকারের বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী তকমা দেওয়া হয় বলে অভিযোগ বিরোধীদের। এবার আবদুল্লার (Farooq Abdullah) বিরুদ্ধে মামলা দায়ের করেন রজত শর্মা ও নেহ শ্রীবাস্তব। তাঁরা অভিযোগ করেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। তার বিরোধিতায় চিন ও পাকিস্তানের সাহায্য নেওয়ার কথা বলেছেন আবদুল্লাহ। আবেদনকারীদের বক্তব্য,'ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah) দেশদ্রোহী। তিনি সাংসদ হিসেবে থাকলে তা দেশদ্রোহী কাজকর্মে উৎসাহ দেওয়ার সামিল হবে। এবং দেশের ঐক্যের পরিপন্থী।'  

তবে এনিয়ে পোক্ত প্রমাণ গিতে পারেননি দুই আবেদনকারী। তাঁদের আর্জি খারিজ করে ৫০,০০০ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের মতে, 'সরকারের বিরুদ্ধে মত কখনই দেশদ্রোহ হিসেবে বিবেচিত হতে পারে না।'     

৮৩ বছরের আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের সাংসদ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর ফারুক ও তাঁর ছেলে ওমর আবদুল্লাহকে আটক করে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- নজরে Matua ভোট, এবার ওপার বাংলার মতুয়া ধাম সফরে Modi

.