জুভেনাইল আইন বদল করতে রাজি নয় সুপ্রিম কোর্ট

জুভেনাইল মামলায় অভিযুক্তের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এই ধরনের অপরাধের ক্ষেত্রে চালু আইনের পরিবর্তন করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Updated By: Jul 17, 2013, 04:11 PM IST

জুভেনাইল মামলায় অভিযুক্তের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এই ধরনের অপরাধের ক্ষেত্রে চালু আইনের পরিবর্তন করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
দিল্লি ধর্ষণকাণ্ডের পর অভিযুক্তকে নাবালক গন্য করার বয়সসীমা কমিয়ে আনার দাবিতে দেশ ব্যাপি সমাজকর্মীদের যে ঝড় ওঠে। বুধবার সুপ্রিম কোর্টের রায়ে সেই দাবি ধাক্কা খেল। বর্তমান জুবিনাইল আইন অনুযায়ী দোষীদের সর্বাধিক শাস্তির মেয়াদ তিন বছরই থাকবে বলে জানিয়েছেন বিচারক।
প্রসঙ্গত শিশুর অধিকার রক্ষার কথা বিবেচনা করেই ২০০০ সালে আইনের বদল ঘটিয়ে জুবেনাইলের বয়স ১৬ থেকে ১৮ করা হয়। ১৯৯২-এ রাষ্ট্রসংঘের সমাবেশে শিশুর অধিকার রক্ষার্থে গৃহীত সিদ্ধানের জন্য এই পরিবর্তন ঘটানো হয়েছিল।
এদিন আবেদন খারিজ করে প্রধান বিচারপতি আলতামাস কবির বলেন, এই আইনে নতুন করে বদল করার প্রয়োজনীয়তা নেই।

.