আজ জানা যেতে পারে সিঙ্গুর মামলার রায়
Updated By: Oct 14, 2014, 09:23 AM IST
আজ সিঙ্গুর মামলার রায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দত্তুর এজলাসে রায় ঘোষণা। এর আগে ২০১৩ সালের ১২ নভেম্বর শেষবার মামলাটি শুনানির জন্য উঠেছিল। তারপর দু'বার শুনানির কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়নি।
রাজ্য সরকার সিঙ্গুরে জমিদাতাদের জমি ফেরতের জন্য যে আইন তৈরি করেছিল, তাকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। শেষপর্যন্ত এই আইন বৈধতা পায় কিনা, তা এই রায়ের উপর নির্ভর করছে।
শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য।