পদত্যাগ করেই আমুর নয়া হুমকি, 'লালচকে দাঁড়িয়ে চড় মারতে চাই ফারুক আবদুল্লাকে'
পদত্যাগ করলেও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেননি আমু। পদত্যাগের কথা ঘোষণার পরই ফারুখ আবদুল্লাকে 'চড় মারার' কথা ঘোষণা করে নয়া বিতর্ক উস্কে দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : হরিয়ানা বিজেপির মিডিয়া সেলের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বিতর্কিত নেতা সূরজ পাল আমু। হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বারালাকে হোয়াটসঅ্যাপে চিঠি লিখে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। হোয়াটসঅ্যাপে আমুর ইস্তফাপত্র পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বারালা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমুর পদত্যাগের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। পাশাপাশি বারালা বলেন, "দল থেকে নয়, পদ থেকে ইস্তফা দিয়েছেন আমু।"
চিঠিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের উদ্দেশে তোপ দেগেছেন আমু। মঙ্গলবার মনোহর লাল খাট্টারের সঙ্গে দেখা করার অনুমতি চায় রাজপুর করণি সেনা। কিন্তু দেখা করতে অস্বীকার করেন খাট্টার। এর পরই বারালাকে চিঠি লিখে তোপ দাগেন আমু। একইসঙ্গে নিজের ইস্তফার সিদ্ধান্তের কথাও জানান। সংবাদ সংস্থা এএনআইকে আমু জানিয়েছেন, অত্যন্ত ভারাক্রান্ত মনেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত। একইসঙ্গে মুখ্যমন্ত্রী খাট্টারকে 'উদ্ধত' বলেও উল্লেখ করেছেন আমু।
With a heavy heart I have resigned from the post I had in BJP. I am pained at the behaviour of Haryana CM. I have never seen a BJP CM so arrogant who doesn't respect party workers and community representatives: Suraj Pal Amu pic.twitter.com/JVqRhjWchV
— ANI (@ANI) November 29, 2017
পদত্যাগ করলেও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেননি আমু। পদত্যাগের কথা ঘোষণার পরই ফারুখ আবদুল্লাকে 'চড় মারার' কথা ঘোষণা করে নয়া বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে আমু বলেন, "লালচকে দাঁড়িয়ে ফারুখ আবদুল্লাকে চড় মারাই এখন আমার স্বপ্ন।" লালচকে তাঁর মুখোমুখি হওয়ার জন্যও ফারুখ আবদুল্লাকে চ্যালেঞ্জ জানান তিনি।
প্রসঙ্গত, 'পদ্মাবতী' বিতর্কে পরিচালক সঞ্জয় লীলা বনশালী ও নায়িকা দীপিকা পাড়ুকোনের শিরশ্ছেদের হুমকি দিয়ে শিরোনামে আসেন আমু। ঘোষণা করেন যে বা যাঁরা দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় লীলা বনসালীর মুণ্ডচ্ছেদ করতে পারবে, তাদের ১০ কোটি টাকা করে 'উপহার' দেবেন তিনি। বিতর্কিত এই মন্তব্যের পরই হরিয়ানা রাজ্য বিজেপির পক্ষে সতর্ক করা হয় আমুকে। কিন্তু এরপরেও 'পদ্মাবতী'কে নিয়ে আমুর হুমকি থামেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 'পদ্মাবতী'কে আমন্ত্রণ জানানোয়, 'সুর্পনখার মতো' তাঁরও নাক কাটা হবে বলে হুমকি দেন আমু।
আরও পড়ুন, বাবা, ভাই ও কাকাদের হাতে গণধর্ষিতা কিশোরী! জোর করে গর্ভপাতও