২০১৬ রেল বাজেটে ভাড়া বাড়ছে না, ইঙ্গিত রেলমন্ত্রীর
স্বস্তি। আগামী রেল বাজেটে ভাড়া না বাড়ানোর ইঙ্গিত দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ইকোনমকিস টাইমস পত্রিকায় এক প্রতিবেদনে সুরেশ প্রভু জানিয়েছেন, রেলের ভাড়া না বাড়িয়ে কীভাবে অন্য উপায়ে ভারতীয় রেলে লাভের মুখ ফিরিয়ে আনা যায় সেদিকেই নজর রাখা হবে।
ওয়েব ডেস্ক: স্বস্তি। আগামী রেল বাজেটে ভাড়া না বাড়ানোর ইঙ্গিত দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ইকোনমকিস টাইমস পত্রিকায় এক প্রতিবেদনে সুরেশ প্রভু জানিয়েছেন, রেলের ভাড়া না বাড়িয়ে কীভাবে অন্য উপায়ে ভারতীয় রেলে লাভের মুখ ফিরিয়ে আনা যায় সেদিকেই নজর রাখা হবে।
এর সঙ্গেই ওই প্রতিবেদনে দাবি করা হয়, রেলমন্ত্রক থেকে এবার এমনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বেশি ট্রেন না বাড়িয়ে জনসংযোগের ওপর বেশি নজরদারি থাকবে।
তবে ট্রেনের টিকিট বাতিল করার বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে রেলমন্ত্রক। ওই প্রতিবেদনে এমনটাও দাবি করা হয়, টিকিট বাতিল করলে চার্জ হতে পারে বর্তমানের তুলনায় দ্বিগুণ।