কিডনি বিকল; হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ

অসুস্থ  বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিডনি বদল হবে তাঁর। দিন কয়েক আগেই তাঁকে AIIMS -এ ভর্তি করা হয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন সুষমা স্বরাজ। তার জেরেই সংক্রমণ হয়েছে কিডনিতে।  এই মুহুর্তে তাঁর ডায়ালিসিস চলছে। হাসপাতাল থেকে টুইট করেছেন বিদেশমন্ত্রী নিজেই। টুইটে তিনি জানিয়েছেন..."কিডনি বিকল হওয়ায় এইমুহুর্তে আমি AIIMS-এ চিকিত্সাধীন। ডায়ালিসিস চলছে। কিডনি বদলের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।''

Updated By: Nov 16, 2016, 08:55 PM IST
কিডনি বিকল; হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ

ওয়েব ডেস্ক : অসুস্থ  বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিডনি বদল হবে তাঁর। দিন কয়েক আগেই তাঁকে AIIMS -এ ভর্তি করা হয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন সুষমা স্বরাজ। তার জেরেই সংক্রমণ হয়েছে কিডনিতে।  এই মুহুর্তে তাঁর ডায়ালিসিস চলছে। হাসপাতাল থেকে টুইট করেছেন বিদেশমন্ত্রী নিজেই। টুইটে তিনি জানিয়েছেন..."কিডনি বিকল হওয়ায় এইমুহুর্তে আমি AIIMS-এ চিকিত্সাধীন। ডায়ালিসিস চলছে। কিডনি বদলের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।''

আরও পড়ুন- টাকা তোলা নিয়ে নতুন নির্দেশিকা RBI-এর

গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থতা বোধ করছেন। আর তার জেরেই তাঁকে হাসপাতালে স্থানাস্তরিত করা হয়। অবিলম্বে তার কিডনি বদল করার প্রয়োজন হয়ে পড়েছে।  

.