মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল তাপস পালকে

মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল তাপস পালকে। সঙ্গে রয়েছেন মেয়ে সোহিনী পাল। এরপরেই ভুবনেশ্বর আদালতে পেশ করা হবে তৃণমূল সাংসদকে। তবে আদালতে থাকছেন না CBI তদন্তকারী অফিসার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরার কাজে তিনি এখন কলকাতায়। হেফাজত নিতে তদন্তকারী অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আজ কি জামিন পেতে পারেন তৃণমূল সাংসদ, নাকি ফের নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানাবে CBI ? অথবা জেলে যেতে হবে তাপস পালকে? জল্পনা তুঙ্গে।

Updated By: Jan 3, 2017, 12:34 PM IST
মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল তাপস পালকে

ওয়েব ডেস্ক: মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল তাপস পালকে। সঙ্গে রয়েছেন মেয়ে সোহিনী পাল। এরপরেই ভুবনেশ্বর আদালতে পেশ করা হবে তৃণমূল সাংসদকে। তবে আদালতে থাকছেন না CBI তদন্তকারী অফিসার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরার কাজে তিনি এখন কলকাতায়। হেফাজত নিতে তদন্তকারী অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আজ কি জামিন পেতে পারেন তৃণমূল সাংসদ, নাকি ফের নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানাবে CBI ? অথবা জেলে যেতে হবে তাপস পালকে? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে?

রোজভ্যালিকাণ্ডে যা বলার আজ আদালতে বলবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকাল ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন তাপস পাল। নতুন কী বোমা ফাটাবেন তৃণমূল সাংসদ? সবার নজর এখন সেদিকে।

আরও পড়ুন চিটফাণ্ড কাণ্ডে দিলীপ ঘোষের বক্তব্য, সবে ফার্স্ট উইকেট পড়েছে, বাকি পুরো টিম

.