বিক্ষোভের জের, শ্রমিকদের হাতে অগ্নিদগ্ধ চা বাগান মালিক
আসামে এক চা বাগানের মালিক ও তাঁর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল একদল বিক্ষোভরত শ্রমিক। গুয়াহাটি থেকে ৫০০ কিলোমিটার দূরে তিনসুকিয়ার এমকেবি চা বাগানে গতকাল সন্ধেতে এই নারকীয় ঘটনাটি ঘটে।
আসামে এক চা বাগানের মালিক ও তাঁর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল একদল বিক্ষোভরত শ্রমিক। গুয়াহাটি থেকে ৫০০ কিলোমিটার দূরে তিনসুকিয়ার এমকেবি চা বাগানে গতকাল সন্ধেতে এই নারকীয় ঘটনাটি ঘটে।
পুলিস সূত্রের খবর অনু্যায়ী গতকাল হাজারেরও বেশি বিক্ষোভরত শ্রমিক ওই চা বাগানের মালিক মৃদুল ভট্টাচার্যর বাংলো ঘিরে ফেলে। চা বাগানের দুই শ্রমিককে পুলিসের গ্রেফতার এবং দীর্ঘদিন বেতন না পাওয়ার প্রতিবাদে এরপর তারা মৃদুল বাবুর বাংলোতে আগুন ধরিয়ে দেয়। ওই সময় বাংলোতে মৃদুল বাবু ও তাঁর স্ত্রী ছিলেন। তাঁরা দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
ওই শ্রমিকরা এরপর কিছু গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।