Karnataka: বজরং দল কর্মী খুনে উত্তাল কর্ণাটকের শিবমোগ্গা, বন্ধ করে দেওয়া হল স্কুল-কলেজ

জেলার পরিস্থিতি নিয়ে ডেপুটি কমিশনার ডা সেলভামনি আর সংবাদমাধ্যমে জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজ্য পুলিসের পাশাপাশি মোতায়েন করা হয়েছে RAF

Updated By: Feb 21, 2022, 08:36 PM IST
Karnataka: বজরং দল কর্মী খুনে উত্তাল কর্ণাটকের শিবমোগ্গা, বন্ধ করে দেওয়া হল স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদন: বজরং দল কর্মীর মৃত্যুতে উত্তেজনা বাড়ছে কর্ণাটকের শিবমোগ্গা জেলায়। পরিস্থিতি এমনি যে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে জেলার সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল জেলা প্রশাসন। 

গতকাল রাত নটা নাগাদ শিবমোগ্গা জেলায় খুন হন বজরং দল কর্মী হর্ষ(২৮)। পুলিস সূত্রে খবর, শিবমোগ্গার ভারতী কলোনিতে ছুরিকাঘাতে খুন হন হর্ষ। কেন এই খুন তার কোনও সূত্র পুলিসের কাছে এখনও নেই। তবে ওই ঘটনার পর বজরং দলের কর্মীরা রাস্তায় নেমে ভাংচুর করেছেন। সম্প্রতি হিজাব বিতর্ক উত্তাল হয়েছিল শিবমোগ্গা জেলা। তার পর ফের এক ঘটনা।

জেলার পরিস্থিতি নিয়ে ডেপুটি কমিশনার ডা সেলভামনি আর সংবাদমাধ্যমে জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজ্য পুলিসের পাশাপাশি মোতায়েন করা হয়েছে RAF। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। খুনের ঘটনার পেছনে কে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস।

কর্ণাটকের স্বারাষ্ট্র মন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৪-৫ জনের একটি দল হর্ষকে খুন করেছে। কোন গোষ্ঠী এই ঘটনার পেছনে রয়েছে তা এখনও খুঁজে বের করা যায়নি। এনিয়ে জেলায় প্রবল উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে সতর্কতা হিসেবে আগামী ২ দিন জেলার স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিসকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখতে বলা হয়েছে। গোলমাল থামাতে বেঙ্গেলুরু থেকে আরও ২০০  পুলিস জেলা পাঠানা হয়েছে। 

আরও পড়ুন-বাড়িতেই মিলল আনিসের মোবাইল, 'CBI-কে দেব, পুলিসকে নয়', অনড় পরিবার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.