গালওয়ান বিবাদের মাঝেই শ্রীনগরে খতম এক জঙ্গি, নিরাপত্তা বাহিনীর নিশানায় আরও ২
ইতিমধ্যেই এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। বাকি দুজন এখনও একটি ঘরে আটকে।
নিজস্ব প্রতিবেদন: গালওয়ান সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত উপত্যকা। শ্রীনগরের জাডিবাল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। ইতিমধ্যেই এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। বাকি দুজন এখনও একটি ঘরে আটকে।
সকালে বিশ্বস্ত গোপন সূত্র মারফত খবর মেলার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। যে ঘরে জঙ্গিরা লুকিয়ে ছিল, সে ঘরের কাছে যাওয়া মাত্রই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা চালায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের চিহ্নিত করতে পেরে তাঁদের বাবা মাকে দিয়ে তাঁদের আত্মসমর্পণ করার কথা বলে নিরাপত্তা বাহিনী। কিন্তু তাতে সাড়া দেয়নি জঙ্গিরা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ বলে কটাক্ষ তবে, বানান ভুলে বিড়ম্বনায় রাহুল
আধিকারিকদের কথা অনুযায়ী এদের মধ্যে দুজন জঙ্গি ২০১৯ সাল থেকে সক্রিয়। এমনকি একজন আগের মাসে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণের সঙ্গেও যুক্ত।
ঘরের মধ্যে আটকে থাকা বাকি দুই জঙ্গির সঙ্গে গুলির লড়াই এখনও চলছে। এমনটাই জানিয়েছেন, কাশ্মীর পুলিসের ইনসপেক্টর জেনারেল বিজয় কুমার। সমগ্র এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সাধারণ মানুষের চলাফেরায়ও বিভিন্ন বিধি নিষেধ কায়েম করা হয়েছে।