বারবার সেনা ঘাঁটিকেই টার্গেট করছে জঙ্গিরা
ব্যুরো: পরপর জঙ্গি নিশানায় নিরাপত্তা বাহিনীর ঘাঁটি। গত বছর দোসরা জানুয়ারি জঙ্গি হামলা হয় পাঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে। হামলার নেপথ্যে ছিল জইশ এ মহম্মদ। গত বছর সেপ্টেম্বইয়ে ফের সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। ১৮-ই সেপ্টেম্বর রাতে জঙ্গিরা উড়িতে সেনা ব্রিগেডে সদর দফতরে ঢুকে পড়ে। ১৯ জন সেনাকর্মীর মৃত্যু হয়। গত কয়েক দশকে সামরিক ঘাঁটিতে এমন ভয়ানক হামলা হয়নি উপত্যাকায়। এরপরেই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করে ভারত। তারপর থেকে সীমান্তপার সংঘর্ষের বিরাম নেই। এবার হামলা হল এক্কেবারে শ্রীনগর আন্তর্জাতিক বিমান বন্দরের দোরগোড়ায়। এই BSF ক্যাম্পের পাশেই রয়েছে বায়ু সেনার ঘাঁটি।
অবশ্যই পড়ুন- ফিক্সড ডিপোজিটে সুদ কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া