ভারত ও রাশিয়ার মধ্যে যে যে চুক্তি স্বাক্ষরিত হল
BRICS সামিটের শুরুতেই দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও একবার ঝালিয়ে নিলেন প্রধানমন্ত্রী মোদী। একদিকে যেমন, উরি হামলার পর পাক সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনার যৌথ মহড়া নিয়ে কৌশলে বার্তা দিলেন, তেমনই বেশকিছু মউ স্বাক্ষরের মাধ্যমে এগিয়ে নিয়ে গেলেন দ্বিপাক্ষিক সম্পর্কটাও। ৩৯ হাজার কোটি টাকার S- ৪০০ মিসাইল চুক্তি স্বাক্ষর হওয়ার পাশাপাশি আরও বেশকিছু ক্ষেত্রে দুদেশের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। ঘোষণা করা হয়েছে যৌথ উদ্যোগের কথাও। একনজরে যে যে চুক্তি স্বাক্ষর হল ভারত ও রাশিয়ার মধ্যে-
ওয়েব ডেস্ক : BRICS সামিটের শুরুতেই দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও একবার ঝালিয়ে নিলেন প্রধানমন্ত্রী মোদী। একদিকে যেমন, উরি হামলার পর পাক সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনার যৌথ মহড়া নিয়ে কৌশলে বার্তা দিলেন, তেমনই বেশকিছু মউ স্বাক্ষরের মাধ্যমে এগিয়ে নিয়ে গেলেন দ্বিপাক্ষিক সম্পর্কটাও। ৩৯ হাজার কোটি টাকার S- ৪০০ মিসাইল চুক্তি স্বাক্ষর হওয়ার পাশাপাশি আরও বেশকিছু ক্ষেত্রে দুদেশের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। ঘোষণা করা হয়েছে যৌথ উদ্যোগের কথাও। একনজরে যে যে চুক্তি স্বাক্ষর হল ভারত ও রাশিয়ার মধ্যে-
১) অন্ধ্রপ্রদেশে স্মার্ট সিটি পরিবহনের পরিকাঠামো ব্যবস্থা উন্নয়নে মউ।
২) অন্ধ্রপ্রদেশে যৌথভাবে জাহাজ তৈরির পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বোর্ড।
৩) হরিয়ানা স্মার্ট সিটি প্রোজেক্ট।
৪) তেল ও গ্যাস পাইপলাইন নিয়ে যৌথ উদ্যোগ।
৫) শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা চুক্তি।
৬) পরিকাঠামো তহবিল, ভারতীয় ও রুশ রেলের মধ্যে চুক্তি।
৭) ২২৬টি কামোভ হেলিকপ্টারের জন্য মউ।
৮) মহাকাশ নিয়ে রুশ স্পেশ কর্পোরেশন ও ইসরোর মধ্যে যৌথ গবেষণা।
৯) রসনেফ্ট, এসার ও ওএনজিসি-র মধ্যে চুক্তি।
১০) দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিজ্ঞান বিষয়ক গবেষণা নিয়ে মউ।
১১) আন্তর্জাতিক তথ্য সুরক্ষা নিয়ে যৌথ উদ্যোগ। আরও পড়ুন, BRICS-এর আগেই মোদী-পুতিনের বৈঠক!