১টা ২০০০ টাকার নোট ছাপতে খরচ এটাই!

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিয়ে গতবছরের ১০ নভেম্বর থেকে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এখন এই নতুন ৫০০ ও ২০০০ টাকার একটা নোট ছাপতে কত খরচ, জানেন?

Updated By: Mar 15, 2017, 06:54 PM IST
১টা ২০০০ টাকার নোট ছাপতে খরচ এটাই!

ওয়েব ডেস্ক : পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিয়ে গতবছরের ১০ নভেম্বর থেকে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এখন এই নতুন ৫০০ ও ২০০০ টাকার একটা নোট ছাপতে কত খরচ, জানেন?

একটা ৫০০ টাকার নোট ছাপতে খরচ হয় ২ টাকা ৮৭ পয়সা থেকে ৩ টাকা ৯ পয়সা। পাশাপাশি একটা ২০০০ টাকার নোট ছাপতে খরচ হয় ৩ টাকা ৫৪ পয়সা থেকে ৩ টাকা ৭৭ পয়সা। আজ রাজ্যসভায় লিখিত বিবৃতি দিয়ে নোট ছাপার খরচের খতিয়ান জানান অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তবে নতুন নোট ছাপতে মোট কত খরচ হয়েছে, বিবৃতিতে তার কোনও উল্লেখ নেই। কারণ নতুন নোট ছাপার প্রক্রিয়া এখনও চলছে বলে জানিয়েছেন তিনি।

নোট বাতিলের পর ২০১৬-র ১০ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়ে প্রায় ১২.৪৪ লাখ টাকা। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে থাকা টাকার পরিমাণ ১১.৬৪ লাখ।

আরও পড়ুন, কাদের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী? উত্তর দিলেন খোদ মোদী!

.