Manipur Violence | India March: চাপ বাড়িয়ে এবার ২৬ দলের প্রতিনিধি যাচ্ছে মণিপুর

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রয়েছে এই ২৬ দল। এই দলগুলির প্রতিনিধিরাই এবার যাবেন মণিপুরে। এই ইস্যুতে কেন্দ্রের সরকারের উপর চাপ বাড়ানোর এটা নতুন কৌশল বলে মনে করা হচ্ছে।

Updated By: Jul 26, 2023, 04:52 PM IST
Manipur Violence | India March: চাপ বাড়িয়ে এবার ২৬ দলের প্রতিনিধি যাচ্ছে মণিপুর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে এবার মণিপুর যাচ্ছে ইন্ডিয়া জোটের ২৬ দলের প্রতিনিধিরা। যদিও এখনও এই যাত্রার দিন ঠিক হয়নি তবে জানা গিয়েছে অধিবেশন শেষ হওয়ার পরেই প্রতিনিধি দল যাবে মণিপুরে।

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রয়েছে এই ২৬ দল। এই দলগুলির প্রতিনিধিরাই এবার যাবেন মণিপুরে। এই ইস্যুতে কেন্দ্রের সরকারের উপর চাপ বাড়ানোর এটা নতুন কৌশল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Assam Triple Murder: ৯ মাসের শিশু কোলে থানায় যুবক! লকডাউন-প্রেমকাহিনীর ভয়ংকর পরিণতি...

একদিকে লোকসভার অন্দরে অনাস্থা অন্যদিকে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব। সরকারের উপরে চাপ বাড়ানোর বিভিন্ন কৌশল জারি রেখেছে বিরোধীরা। যদিও সংসদ চলছে এবং সব দলের প্রতিনিধিরা এই মুহূর্তে ব্যাস্ত রয়েছেন সংসদের কাজে তাই এই অধিবেশনের পরেই মণিপুর যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাই এই দলগুলির মধ্যে ঘরোয়াভাবে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: WB Panchayat Election 2023 | BJP Fact Finding Team Report: পঞ্চায়েত হিংসায় CBI-NIA তদন্ত চায় বিজেপি

অন্যদিকে বুধবার সকালেই জমা পড়লো বিজেপি-র বিজেপি-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট। সেই রিপোর্ট প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ। বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন

তাঁরা। মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সারা দেশ। এই নিয়ে সংসদের ভেতরে বাইরে সুর চড়াতে শুরু করেছে বিরোধী জোট। পাশপাশি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে তাঁরা। এই অবস্থায় বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দল তৃণমূলের বিরদ্ধে পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের অভিযোগ তুলেছে তাঁরা। প্রথম থেকেই এই বিষয়ে সরব ছিল বিজেপি। এবার অনাস্থা প্রস্তাবের দিনেই এই রিপোর্ট প্রকাশ্যে এনে সুর চড়িয়েছে তাঁরা।      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.