আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ তৃতীয় বিকল্পের

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল তৃতীয় বিকল্প। অ-কংগ্রেস, অ-বিজেপি ১১টি দল লোকসভা ভোটে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লিতে বৈঠকে বসে তারা। তবে, প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের পরই ঠিক হবে।

Updated By: Feb 25, 2014, 08:38 PM IST

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল তৃতীয় বিকল্প। অ-কংগ্রেস, অ-বিজেপি ১১টি দল লোকসভা ভোটে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লিতে বৈঠকে বসে তারা। তবে, প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের পরই ঠিক হবে।

তৃতীয় ফ্রন্টে যে দলগুলি রয়েছে সেগুলি হল- সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি, জেডিইউ, এআইডিএমকে, অসম গণ পরিষদ (অগপ), ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, বিজু জনতা দল(বিজেডি)।

১১টি দলের পক্ষ থেকে বলা হয় বিজেপি আর কংগ্রেসের নীতি সমান। দুটি দলই দেশের পক্ষে ক্ষতিকর। তাই তৃতীয় ফ্রন্টকে জেতাতে ঐক্যবদ্ধ লড়াই করা হবে।

বৈঠক শেষে সিপিআইএম সাধারণ সম্পাদক কারাট জানান, কংগ্রেস ও বিজেপির মোকাবিলায় আমরা ১১টা দল একযোগে কাজ করব। সঙ্গে বলে, ভারতে দ্বি- দলীয় ব্যবস্থা নেই। মানুষ এখন কংগ্রেস ও বিজেপির বাইরে একটা বিকল্প খুঁজছে।

.