৬৭ 'উচ্চশিক্ষিত বিধায়ক'-এর দলে, ২৬ বিধায়কই স্নাতক নন!
তাঁর দলের বিধায়ক সংখ্যা ৬৭। আর সেই বিধায়কদের মধ্যে একটা বড় অংশ নিয়ে তৈরিও করেছেন মন্ত্রীসভা। সেই মন্ত্রীসভা গঠনের সময় খোদ মুখ্যমন্ত্রীই বলেছিলেন তাঁর দলের বিধায়কদের প্রত্যেকেই উচ্চশিক্ষিত। তবে, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই ৬৭ বিধায়কের শিক্ষাগত যোগ্যতার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেরিয়ে এল এক বিতর্কিত বিষয়। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ৬৭ 'উচ্চশিক্ষিত' বিধায়কের মধ্যে ২৬ জন বিধায়কই ডিগ্রি কলেজের গণ্ডি পেরতে পারেননি!
ওয়েব ডেস্ক : তাঁর দলের বিধায়ক সংখ্যা ৬৭। আর সেই বিধায়কদের মধ্যে একটা বড় অংশ নিয়ে তৈরিও করেছেন মন্ত্রীসভা। সেই মন্ত্রীসভা গঠনের সময় খোদ মুখ্যমন্ত্রীই বলেছিলেন তাঁর দলের বিধায়কদের প্রত্যেকেই উচ্চশিক্ষিত। তবে, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই ৬৭ বিধায়কের শিক্ষাগত যোগ্যতার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেরিয়ে এল এক বিতর্কিত বিষয়। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ৬৭ 'উচ্চশিক্ষিত' বিধায়কের মধ্যে ২৬ জন বিধায়কই ডিগ্রি কলেজের গণ্ডি পেরতে পারেননি!
চমকে উঠলেন শুনে? ভাবছেন কোন সেই দল?
আপনার আমার অতি পরিচিত দলই সেটা। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীর আম আদমি পার্টি বা AAP। বর্তমানে তারা দিল্লিতে সরকার গড়েছে। আর এই দলেরই ৬৭ জন বিধায়কের মধ্যে ২৬জন বিধায়কই নাকি কলেজের গণ্ডি পেরতে পারেননি। তালিকায় রয়েছে সরকারে থাকা উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়াও। যদিও, তাঁর একটি ডিপ্লোমা রয়েছে বলে রিপোর্টে প্রকাশ। বাকিদের মধ্যে ২৩ জন বিধায়ক স্কুলের গণ্ডি পেরতে পারেননি।
২৬ জনের মধ্যে নরেশ বলবন, হাজারি লাল চৌহান, রাজু ধিঙ্গন এবং অবতার সিং অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন। এখানেই শেষ নয়, এই তালিকায় রয়েছেন চতুর্থ শেণী পর্যন্ত পড়া বিধায়কও।
দলের ১৬ জন বিধায়ক(মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ) স্নাতক। তাঁরা বিভিন্ন বিষয়ে স্নাতকরা করেছেন। আর বাকি ২০জন নিজেদের স্নাতকত্তোর ডিগ্রিধারী বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি, সংসদ বিষায়ক পদে ২১ জন AAP বিধায়কের নিযুক্তিকরণ বাতিল হয়ে যাওয়ার পরই এই বিষয় সামনে এসেছে। আর এরপরই তৈরি হয়েছে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে বিতর্ক।