তিহারের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালাল দুই বিচারাধীন বন্দি

এবার বিতর্কে তিহার জেলের সর্বাধিক সুরক্ষিত এবং নিরাপদ কারাগার তিহার। দুই বিচারাধীন বন্দি এই তিহারের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালাল।   

Updated By: Jun 29, 2015, 10:26 AM IST
তিহারের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালাল দুই বিচারাধীন বন্দি

ওয়েব ডেস্ক: এবার বিতর্কে তিহার জেলের সর্বাধিক সুরক্ষিত এবং নিরাপদ কারাগার তিহার। দুই বিচারাধীন বন্দি এই তিহারের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালাল।   

যদিও, দু'জনের মধ্যে একজন পুলিসের জালে পড়লেও এখনও ফেরার আর একজন।  

শনিবার রাতে ৭ নম্বর জেলের দুই কয়েদী সবার অতর্কিতে কারাগারের দেওয়াল থেকে জেল সীমানা পর্যন্ত লম্বা সুড়ঙ্গ খনন করে চম্পট দেয়।  

রবিবার রাতে রোল কলের সময় এই দু'জনকে অনুপস্থিত দেখে হঠাতই টনক নড়ে জেল কর্তৃপক্ষের।

রীতিমত হতচকিত হয়ে পড়ে জেল কর্তৃপক্ষ। জারি হয় অ্যালার্ট। তল্লাসি করতে গিয়ে খোঁজ মেলে সুড়ঙ্গটির।  

ইতিমধ্যেই দিল্লি পুলিসকে বিষয়টি জানানো হয়েছে। ফেরার বিচারাধীন বন্দির খোঁজে চিরুনি তল্লাসি শুরু করেছে পুলিস।

তিহারে দেশের বহু হাইপ্রোফাইল বন্দির বাস। এই জেলেই আছেন কোবাদ গান্ধী জিতেন্দর সিং তোমারের মত হু'স হুরা। তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ঘেরা এই কেন্দ্রীয় কারাগারটি। কঠোর নিরাপত্তা বেষ্টনী টপকে কী করে দু'জন গোটা একটা সুরঙ্গ খুঁড়ে পালিয়ে গেল এখন সেই নিয়েই চলছে গবেষণা।  

 

 

.