আর লম্বা লাইন নয়, এবার থেকে অনলাইনে টিকিট বুক করে যান তিরুপতি দর্শনে
ভক্তপ্রাণ ভারতীয়দের কাছে তিরুপতি দর্শনের থেকে বড় পূণ্যলাভ আর কি আছে কিছু? মনে হয় না। রাতের পর রাত লাইনে দাঁড়িয়ে তিরুপতি দর্শনের টিকিট মিলেছে এমন উদাহরণও রয়েছে প্রচুর। তবে এবার সুখবর। অনলাইনে দর্শনের টিকিট বুকিংয়ের সুবিধা নিয়ে এল তিরুমালা তিরুপতি দেবস্থান।
আজ থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে তিরুপতি। মোট ৩০০টি বিভাগে বিভিন্ন ধরনের টিকিট পাওয়া যাবে। মোট ৫০০০ টিকিট বিক্রির কথা ঘোষনা করেছে তিরুমালা তিরুপতি দেবস্থান। এর মধ্যে ২৫০০ টিকিট মিলবে অনলাইনে, বাকি ২৫০০ টি.টি.ডি ই-দর্শন কাউন্টারে। অনলাইন টিকিট বিক্রির মূল উদ্দেশ্য মন্দিরের বাইরে লম্বা লাইনে দর্শনার্থীদের অপেক্ষার কষ্ট কমানো। অন্যদিকে, টিকিট কম পড়ার সমস্যাও কাটানো যাবে এতে। আজ অনলাইনে টিকিট কাটলে আগামী ২৭ অগাস্ট দুপুর ২টোর পর থেকে দর্শন করতে পারবেন দর্শনার্থীরা।