Kejriwal on Goa TMC: বিরোধী ঐক্যে জোর ঝটকা! 'তৃণমূল তো গোয়ায় লড়াইয়েই নেই', কটাক্ষ কেজরির
দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের, তুঙ্গে তরজা
নিজস্ব প্রতিবেদন: গোয়ায় বিজেপির (BJP) মোকাবিলা করতে একদিকে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে ময়দানে নেমে পড়েছে আম আদমি পার্টি (AAP)। জাতীয় রাজনীতিতে মমতা-কেজরিওয়াল সুসম্পর্ক সকলের জানা হলেও, গোয়ায় যেন ছবিটা ভিন্ন। গোয়ার নির্বাচনী দৌড়ে তৃণমূল কংগ্রেসকে পাত্তা দিতে নারাজ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
দিল্লির মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, "গোয়ায় কোথাও তৃণমূল নেই। এখানে তাঁদের ১ শতাংশও ভোট নেই। মাত্র তিন মাস আগে তাঁরা গোয়ায় এসেছে। গণতন্ত্র এভাবে চলতে পারে না। মানুষকে নিয়ে কাজ করতে হবে।" পানাজির একটা অনুষ্ঠানে সাংবাদিক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আরও বলেন, "আমার মনে হয় আপনারা তৃণমূল কংগ্রেসকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন।" দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
I think you people give a lot of importance to TMC. I think TMC doesn't have even a 1% vote share as of now. It came to Goa only 3 months back, democracy doesn't work like this. You need to work hard, you need to work among people: Delhi CM Arvind Kejriwal in Panaji, Goa pic.twitter.com/MTpGs5uz64
— ANI (@ANI) December 22, 2021
We firmly believe in WORKING FOR PEOPLE and STANDING BESIDE THEM through thick & thin. Those indulging in election forecasting & vote share predictions are simply reflecting their political immaturity and desperation.
Let the people of Goa decide who should be taken seriously! https://t.co/GK8w1tgF1I
— All India Trinamool Congress (@AITCofficial) December 22, 2021
দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্য জাতীয় রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে। কারণ, কেজরিওয়াল (Arvind Kejriwal) সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পর্ক অত্যন্ত ভাল। বাংলার দিদিকে নিজের 'বড়দিদি' মতো দেখেন আপ সুপ্রিমো। গত জুলাই মাসে দিল্লিতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। মমতা-কেজরিওয়াল দু'জনেই ঘোরতর বিজেপি (BJP) বিরোধী। তবে কোথায় গণ্ডগোল? হঠাৎ কেন তৃণমূলকে কটাক্ষ করলেন কেজরি? জোর জল্পনা জাতীয় রাজনীতিতে।
আরও পড়ুন: Rail Ticket: টাকা না থাকলেও 'Buy Now Pay Later' ব্যবস্থার মাধ্যমে কাটা যাবে টিকিট
আরও পড়ুন: Omicron: ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রামক ওমিক্রন, বিধিনিষেধ আরোপে সচেতন হওয়ার পরামর্শ কেন্দ্রের