সারদাকাণ্ড, বিজেপির সাম্প্রদায়িকতা ইস্যুতে হামিদ আনসারিকে স্মারকলিপি তৃণমূলের
সুপ্রিম কোর্টে সারদা মামলায় জোর ধাক্কা খাওয়ার পর ফের সংসদে সুর চড়াতে চাইছে তৃণমূল। আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদরা উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারপার্সন হামিদ আনসারির সঙ্গে দেখা করবেন। সারদা কাণ্ডে কেন্দ্রের ষড়যন্ত্র ও বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতায় স্মারকলিপি জমা দেবেন তাঁরা। তৃণমূলের এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মুকুল রায় এবং ডেরেক ও'ব্রায়েন।
সারদাকাণ্ডের পাশাপাশি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও হামিদ আনসারির কাছে স্মারকলিপি জমা দেবে তৃণমূল। বুধবারই সারদা মামলা সংক্রান্ত রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সারদার তদন্তে রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের দাবি ছিল, CBI তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে। রাজ্যের পাশাপাশি একই আবেদন জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। রাজ্য সহ মহুয়া মিত্রের আবেদনও খারিজ হয়ে যায় দেশের সর্বোচ্চ আদালতে।