জন্মদিনে ছিয়াশির যুবক রাজধানী দিল্লি

আজ রাজধানীর জন্মদিন। ১৯৩১ সালে আজকের দিনে (১৩ই ফেব্রুয়ারি) ব্রিটিশ শাসনাধীন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তাই, আজকের দিনটা সেই অর্থে রাজধানী দিল্লির ৮৬ তম জন্মদিন।

Updated By: Feb 13, 2017, 02:50 PM IST
জন্মদিনে ছিয়াশির যুবক রাজধানী দিল্লি

ওয়েব ডেস্ক: আজ রাজধানীর জন্মদিন। ১৯৩১ সালে আজকের দিনে (১৩ই ফেব্রুয়ারি) ব্রিটিশ শাসনাধীন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তাই, আজকের দিনটা সেই অর্থে রাজধানী দিল্লির ৮৬ তম জন্মদিন।

পরাধীন ভারতের প্রথম রাজধানী কলকাতা। কিন্তু ক্রমেই ইংরেজ শাসকদের মনে হতে থাকে যে কলকাতার চেয়ে দিল্লিতে বসে দেশটা শাসন করা অপেক্ষকৃত অনেক সহজ। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। রাজধানী বদল ঘটে গেল ভারতে। দেশে তখন ভাইসরয় ও গভর্নর জেনারেলের চেয়ারে Lord Irwin. তবে রাজধানী শহর হিসাবে প্রশাসনিক দিল্লিকে গড়ে তোলার কাজটা শুরু হয়ে গিয়েছিল আরও অনেকটা আগে। ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ই ডিসেম্বর পঞ্চম জর্জের দ্বারা ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল সেই পদক্ষেপ। গোটা শহরের নক্সা করেছিলেন ব্রিটিশ স্থপতি স্যার এডুইন লুটিয়েন্স এবং স্যার হার্বার্ট বেকার। নিচের ভিডিওটিতে দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত-

 

আরও পড়ুন- রেডিও, অ্যাক্টিভ ও ভাইব্রেন্ট হোক, বেতার দিবসে আশা প্রকাশ মোদীর

.