আজ রামলীলা ময়দানে মোদীর সভা, অশান্তির আশঙ্কায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির রামলীলা ময়দান চত্বর। 

Updated By: Dec 22, 2019, 10:42 AM IST
আজ রামলীলা ময়দানে মোদীর সভা, অশান্তির আশঙ্কায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন: আজ নজরে দিল্লির রামলীলা ময়দান। অশান্ত দরিয়াগঞ্জের এক কিলোমিটার দূরে এই ময়দানেই আজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশজুড়ে চলা CAA এবং NRC বিরোধী বিক্ষোভ নিয়ে কী বলেন মোদী, সেদিকে নজর থাকবে সবার। গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রামলীলা ময়দান চত্বর। 

বহুতলের ছাদে থাকছেন স্নাইপাররা। সভাস্থলের আশপাশেও নানা স্তরে নিরাপত্তার বন্দোবস্ত থাকবে। নজর রাখা হচ্ছে সভাস্থলের দিকে আসা সবকটি রাস্তার সিসিটিভি ফুটেজে। সীমান্ত এলাকায় প্রায় প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে চলছে তল্লাসি। নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে SPG ও বিজেপি নেতৃত্বের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে দিল্লি পুলিস। বিজেপি নেতৃত্বও নিজেদের কর্মীদের সজাগ থাকতে বলেছে। 

আরও পড়ুন: আচার্যকে বাদ দিয়েই অনুষ্ঠান হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ব্যথিত জগদীপ ধনখড়

.