ঘুরপথে ফের ট্রেন ভাড়া বাড়ছে

ঘুরপথে ফের ট্রেনের ভাড়া বাড়ছে। প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া একধাক্কায় বাড়ছে দ্বিগুণ। ন্যূনতম ভাড়া পাঁচ টাকা থেকে বেড়ে হচ্ছে দশ টাকা। তবে লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। নতুন ভাড়া বিশে নভেম্বর থেকে  চালু হচ্ছে। নতুন ভাড়া চালু হলে শহরতলি এলাকার বাইরে যাত্রীদের এবার থেকে বেশি ভাড়া গুণতে হবে। রেলের যুক্তি, প্ল্যাটফর্মের টিকিটের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ভাড়া বাড়ানো হচ্ছে। এই খবরে চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের। তবে একটা মহল থেকে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগতও জানানো হচ্ছে। নিত্যযাত্রীরা অবশ্য বলছেন, এতে তারা অসুবিধার মুখে পড়বেন।

Updated By: Nov 17, 2015, 09:26 PM IST
ঘুরপথে ফের ট্রেন ভাড়া বাড়ছে

ওয়েব ডেস্ক: ঘুরপথে ফের ট্রেনের ভাড়া বাড়ছে। প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া একধাক্কায় বাড়ছে দ্বিগুণ। ন্যূনতম ভাড়া পাঁচ টাকা থেকে বেড়ে হচ্ছে দশ টাকা। তবে লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। নতুন ভাড়া বিশে নভেম্বর থেকে  চালু হচ্ছে। নতুন ভাড়া চালু হলে শহরতলি এলাকার বাইরে যাত্রীদের এবার থেকে বেশি ভাড়া গুণতে হবে। রেলের যুক্তি, প্ল্যাটফর্মের টিকিটের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই ভাড়া বাড়ানো হচ্ছে। এই খবরে চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের। তবে একটা মহল থেকে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগতও জানানো হচ্ছে। নিত্যযাত্রীরা অবশ্য বলছেন, এতে তারা অসুবিধার মুখে পড়বেন।

.