উত্তরপ্রদেশে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ
উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় উত্তরপ্রদেশে ৫৫টি আসনে নির্বাচন হবে।
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস। প্রথম দফার ৫৫টির মধ্যে ৪৯টি আসনেই লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই সব আসনের প্রার্থীতালিকা ঘোষিত হল বুধবার। উত্তরপ্রদেশ ছাড়াও, উত্তরাখণ্ড, মনিপুর, গোয়াতেও প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পঞ্জাবে সরাসরি প্রার্থী না-দিলেও, সমর্থন করছে কয়েকজন নির্দল প্রার্থীকে।
এরাজ্যে যখন কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সংঘাত তুঙ্গে পৌঁছেছে, সেই সময়ই উত্তরপ্রদেশে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দুর্নীতি, মূল্যবৃদ্ধির মতো ইস্যুর বিরুদ্ধেই তাঁদের এই লড়াই বলে কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ জানিয়েছেন। অর্থাত্ ইউপিএ সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক হওয়া সত্ত্বেও সরাসরি শাসক দলের ব্যর্থতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল তৃণমূল।
বুধবার উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষিত হল। উত্তরপ্রদেশের ঘরোয়া রাজনীতির কথা মাথায় রেখেই তালিকায় মহিলা, সংখ্যালঘু, তফসিলি জাতি-উপজাতি, অনগ্রসর শ্রেণী সবারই প্রতিনিধিত্ব রাখা হয়েছে। কিন্তু সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই কেন। কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদের সাফ জবাব, এই প্রথম নয়, এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে লড়েছে তৃণমূল। তাছাড়া রাহুল গান্ধী অথবা কংগ্রেসের তরফে কোনও সমঝোতার প্রস্তাবও তো আসেনি। উত্তরপ্রদেশ ছাড়াও, উত্তরাখণ্ডের ৩১টি, মনিপুরের ৪৮টি, গোয়ার ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল।