ত্রিপুরায় বিপুল হারে পড়ল ভোট, কীসের ইঙ্গিত?
ত্রিপুরায় বিকেল ৪টে পর্যন্ত ভোটদানের হার ৭৪ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল ত্রিপুরার ভোটগ্রহণ। বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তখনও বহু বুথের বাইরে লম্বা লাইন। ফলে ভোটদানের হার আরও বাড়তে পারে। নির্বাচন কমিশন সূত্রের খবর, দিনের শেষে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।
এদিন সকাল থেকেই ভোটদানের হার ছিল বেশি। ৪৭টি বুথে ইভিএম বিভ্রাটের খবর মিলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২টি ব্যালট বদলে দেওয়া হয়েছে। কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সত্যতা ছিল না।
There were several complaints of malfunctioning of EVMs, many were found to be false. 12 ballot units were replaced: Election Commission #TripuraElection2018
— ANI (@ANI) February 18, 2018
ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসানের লক্ষ্যে 'চলো পাল্টাই' ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। এবারই প্রথম উত্তর-পূর্বের এই রাজ্যে বামেদের সঙ্গে মুখোমুখি লড়াই বিজেপির। মানিক ছেড়ে 'হিরে'র প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। তবে বামেরাই ক্ষমতায় ফিরতে চলেছে বলে এদিন ফের দাবি করেছেন আত্মবিশ্বাসী মানিক সরকার। বিজেপির আবার দাবি, পরিবর্তন চাইছেন মানুষ। এতদিন বিকল্প ছিল না। এবার পরিবর্তন নিশ্চিত। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জোরদার বলেই ভোটদানের হার বেশি। ত্রিপুরার অবশ্য বিপুল হারে ভোটদানের অতীত রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, নীরব মোদী-কাণ্ডে জেরাবার মোদী সরকার। ত্রিপুরার নির্বাচনের ফল ইতিবাচক হলে বিরোধীদের আক্রমণ ভোঁতা করতে পারবেন মোদী। ফলে ছোট রাজ্যের নির্বাচনই হয়ে উঠেছে মোদীর খড়কুটো।
আরও পড়ুন- অপরাধীর মতো আচরণ বন্ধ করুন, মোদীকে খোঁচা রাহুলের