ত্রিপুরায় জওয়ান মৃত্যু: তদন্তের নির্দেশ সরকারের
ত্রিপুরায় জওয়ান মৃত্যু: তদন্তের নির্দেশ সরকারের
ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে, বিএসএফ জওয়ান ও গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। দক্ষিণ রামনগরের জয়পুর গ্রামে শুক্রবার রাতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। পশ্চিম আগরতলা থানায় দায়ের এফআইআর-এ গ্রামবাসীরা জানিয়েছেন, লোডশেডিং হওয়ায় বাড়ির বাইরে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। টহলদারিতে বেড়িয়ে দুই মদ্যপ বিএসএফ জওয়ান তখন তাঁদের ওপর হামলা করেন।
সন্দীপ কুমার নামে এক জওয়ানের ছোঁড়া গুলিতে ইসমাইল শেখ নামে এক গ্রামবাসীর মৃত্যু হয়। পরে ক্যাম্পে ফিরে আত্মঘাতী হন ওই বিএসএফ জওয়ান। যদিও, বিএসএফ-এর দাবি, একদল চোরাচালানকারীকে চ্যালেঞ্জ করেছিলেন টহলরত ওই দুই জওয়ান। চোরাচালানকারীরা গুলি চালালে আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হন দুই জওয়ান। সন্দীপ কুমারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ বিএসএফ-এর। এই ঘটনায় আরও নজন গ্রামবাসী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।