লোকসভায় পাস হলেও রাজ্যসভায় থমকে বিমা সংশোধনী বিল, আজ বৈঠক

বিমা সংশোধনী বিল নিয়ে রীতিমতো বিপাকে কেন্দ্র। লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকায় বিল পাস হয়ে যেতে কোনও সমস্যা হয়নি। কিন্তু, থমকে গিয়েছে রাজ্যসভায়। কারণ, আড়াইশো সদস্যের রাজ্যসভায় বিজেপির প্রতিনিধিত্ব রয়েছে মাত্র ষাটজনের।

Updated By: Aug 6, 2014, 10:11 AM IST
লোকসভায় পাস হলেও রাজ্যসভায় থমকে বিমা সংশোধনী বিল, আজ বৈঠক

নিউ দিল্লি: বিমা সংশোধনী বিল নিয়ে রীতিমতো বিপাকে কেন্দ্র। লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকায় বিল পাস হয়ে যেতে কোনও সমস্যা হয়নি। কিন্তু, থমকে গিয়েছে রাজ্যসভায়। কারণ, আড়াইশো সদস্যের রাজ্যসভায় বিজেপির প্রতিনিধিত্ব রয়েছে মাত্র ষাটজনের।

ফলে বিরোধী শিবিরের প্রবল চাপের সামনে কোনওভাবেই বিমা সংশোধনী বিল পাস করাতে পারছে না কেন্দ্র। এই পরিস্থিতিতে সংসদের যৌথ অধিবেশন ডেকে বিলের পথ পরিষ্কার করতে পারে মোদী সরকার। বিল নিয়ে ঐকমত্যের খোঁজে আজ রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিমাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার বাজেট প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

.