ঝাড়খণ্ডে পুলিসি এনকাউন্টার মৃত ১২জন সন্দেহভাজন মাওবাদীর
ঝাড়খণ্ডে পুলিসি এনকাউন্টারে মৃত্যু হল ১২ জন সন্দেহভাজন সিপিআই (মাওবাদী) সদস্যের। সোমবার রাতের এই এনকাউন্টারের পর ঝাড়খণ্ডের মাওবাদী কার্যকলাপ বড়সড় ধাক্কা খেল।
ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডে পুলিসি এনকাউন্টারে মৃত্যু হল ১২ জন সন্দেহভাজন সিপিআই (মাওবাদী) সদস্যের। সোমবার রাতের এই এনকাউন্টারের পর ঝাড়খণ্ডের মাওবাদী কার্যকলাপ বড়সড় ধাক্কা খেল।
আদিবাদী অধ্যুসিত ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে এটিই এখনও পর্যন্ত সব থেকে বড় অপরেশন। ১২টি মৃতদেহই উদ্ধারকরেছে নিরাপত্তা বাহিনী। এই ধরণের অপরেশনের ক্ষেত্রে মাওবাদীরা সাধারণত সহ কমরেডদের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু, সোমবার রাতের এনকাউন্টার তাঁদের সেই সময়টুকু দেয়নি।
পালামৌয়ের বাকোরিয়াতে দু'ঘণ্টা ধরে এই এনকাউন্টার চলে। পুলিস বাহিনী সরাসরি একটি মাওবাদী স্কোয়াডকে চ্যালেঞ্জ জানায়। পুলিসের দাবি নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
এনকাউন্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পালামৌর আইজি এ নটরাজন ও এসপি ময়ূর পাটেল।
মঙ্গলবার রাত ২টো নাগাদ এনকাউন্টার শেষ হওয়ার পর তল্লাসি চালিয়ে ১২টি মৃতদেহ উদ্ধার করে পুলিস।
ঘটনাস্থল থেকে ২০০ রাউন্ডগুলি ও আটটি অস্ত্র উদ্ধার করেছে পুলিস।
এলাকায় চিরুন্নি তল্লাসি চলছে।