বিহারে লাইনচ্যূত সহর্ষা-পাটনা রাজ্যরানি এক্সপ্রেস

ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় লাইনচ্যূত হল সহর্ষা-পাটনা রাজ্যরানি এক্সপ্রেস। ট্রেনের দুটি কামরা লাইনচ্যূত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

Updated By: Apr 23, 2017, 01:44 PM IST
বিহারে লাইনচ্যূত সহর্ষা-পাটনা রাজ্যরানি এক্সপ্রেস
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় লাইনচ্যূত হল সহর্ষা-পাটনা রাজ্যরানি এক্সপ্রেস। ট্রেনের দুটি কামরা লাইনচ্যূত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- দুরপাল্লার ট্রেনে বাড়তে চলেছে এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা

জানা গেছে, আজ সকালে ট্রেনটি ইয়ার্ড থেকে সহর্ষা স্টেশনের দিকে যাচ্ছিল। প্ল্যাটফর্মে ঢোকার মুখে হঠাত্‍ই ট্রেনটির ২টি কামরা উল্টে যায়। তবে, সেই সময় ট্রেনটিতে কোনও লোক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনার জেরে তিন ঘণ্টার বেশী সময় ধরে ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যান রেলের কর্তারা। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্রেনটিও পাটনার উদ্দেশে রওনা হয়ে যায়। 

.